একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ববি। সহশিল্পী হিসেবে পেয়েছিলেন সুবর্ণা মুস্তাফাকে। শুধু তাঁরা দুজনই নন, ‘সুরভি’ নামের ওই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সব অভিনয়শিল্পীই নারী। শুটিংয়ে ববির প্রশংসা করেছেন সুবর্ণা, এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই ঢালিউড অভিনেত্রী। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘সুরভি’ অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবিটি। এর চিত্রনাট্যও লিখেছেন লেখক নিজেই। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তিনি জানালেন, একটি অন্য রকম কাজ হচ্ছে। তিনি বলেন, ‘অনেক দিন পর মিলন ভাইয়ের চিত্রনাট্যে কাজ করছি। চমৎকার একটি গল্প। তা ছাড়া শুধু নারী শিল্পী নিয়ে এবারই প্রথম কোনো কাজ করছি।সমুদ্রের সৈকতে ভলিবল খেলতে গিয়ে হারিয়ে যায় সুরভি। কিন্তু একই চেহারার রুম্পা নামের একজনকে পাওয়া যায় ঢাকায়। এ নিয়ে দানা বাঁধে রহস্য। এই হচ্ছে ‘সুরভি’র গল্প। এতে নামভূমিকায় অভিনয় করছেন ববি। তিনি জানালেন, এই কাজটি তাঁকে দারুণ আনন্দ দিয়েছে। কারণ, ইমদাদুল হক মিলনের গল্প, গুণী সব সহশিল্পী, চয়নিকা চৌধুরীর মতো শক্ত মানসিকতার একজন নারী নির্মাতা—এ সবই তাঁকে ভীষণ অনুপ্রাণিত করেছে। ববি বলেন, ‘রোজার মধ্যে, রোদে কাজ করতে হয়। কিন্তু সেটের সবাই মানসিকভাবে এত তরতাজা থাকেন যে কষ্ট লাগে না। অনেক মজা করে আমরা শুটিং করি।’
স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা। তাঁর সঙ্গে প্রথম কাজ করতে পেরে খুব খুশি ববি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বড় মাপের একজন মানুষ, অথচ কাজের সময় সহশিল্পীর জন্য কী দারুণ সহযোগিতা তাঁর। কয়েক দিন আগে শুটিং শেষে চলে যাচ্ছিলেন সুবর্ণা আপা। আমাকে ডেকে বললেন, “এই মেয়ে তুমি অনেক মার্কস পেয়েছ। তুমি শুটিংয়ে ঠিক সময়ে আসো, চিত্রনাট্য মুখস্থ করে আসো আর শুদ্ধ ভাষায় কথা বলো। তোমাকে আমার খুব ভালো লেগেছে।” শুনে তো আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না।’
‘সুরভি’ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন ডলি জহুর, শম্পা রেজা, হাসি, আঁখি ও শিশুশিল্পী সুবাইয়াত। ঈদুল ফিতরে একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এটি।
You need to take part in a contest for one of the highest quality sites on the net. I am going to recommend this site!